মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন হাফিযাহুল্লাহ-এর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন ও সংবর্ধনা সভা-২০২৪ গত ৩০ নভেম্বর সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর কেন্দ্রীয় কার্যালয় ও মাদরাসা মুহাম্মাদিয়া আরারিয়া পরিদর্শন করেন। উপদেষ্টা ড. খালিদ হোসেন জমঈয়ত কার্যালয়ে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ স্বাগত জানান বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতিবৃন্দ সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন, আলহাজ্জ আওলাদ হোসেন, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, প্রফেসর ড. মো. ওসমান গনী, শাইখ মুফাযযল হুসাইন মাদানী, সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী-সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ধর্ম উপদেষ্টার সম্মানে জমঈয়ত ভবন প্রাঙ্গণে এক সংবর্ধনার আয়োজন করা হয়। জমঈয়ত সভাপতি ড. আব্দুল্লাহ ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, আমাদেরকে পারস্পরিক বিভেদ ভুলে ইসলাম ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি মতভিন্নতাকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করি, তবে অপশক্তি আমাদের উপর বিজয়ী হবে। এ সময় উপদেষ্টা মহোদয়কে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর বহুমুখী কার্যক্রমের ডকুমেন্টরি দেখানো হয়। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের সকল কাজের উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি, আর সে লক্ষ্যেই আমাদেরকে কাজ করে যেতে হবে।
এছাড়াও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর পক্ষ থেকে ধর্ম উপদেষ্টার কাছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ইসলামি মূল্যবোধের সংযুক্তকরণ, শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষার সংযুক্তি, ইসলাম প্রচার-প্রসারে সকলপ্রকার প্রতিবন্ধকতা দূরীকরণসহ কতিপয় প্রস্তাবনা পেশ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনকে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া এবং যুব সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও আহলে হাদীস তা’লীমী বোর্ডের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।