আলহামদুলিল্লাহ…চলমান ভয়াবহ করোনা মহামারী পরিস্থিতিতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দেশের সীমান্ত এলাকার প্রত্যন্ত অঞ্চলে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য ২০০টি অক্সিজেন সিলিন্ডার প্রেরণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যার প্রথম চালান হিসেবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রেরণ করা হয়েছে বাকি ১৫০টি অক্সিজেন সিলিন্ডার পর্যায়ক্রমে প্রেরণ করা হবে ইন শা আল্লাহ।
আপনারা যারা এই মহৎ কাজে অংশ গ্রহণ করতে ইচ্ছুক তারা নিম্নোক্ত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ- “বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস“ এর কেন্দ্রীয় কার্যালয়: ৭৯/ক/৩ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
মোবাইল- ০২-৭৫৪২৪৩৪, ০১৯৩৩৩৫৫৯০১, ০১৭১৬১০২৬৬৩, ০১৯৩৩৩৫৫৯০৬