বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দাওয়াহ ও তাবলীগি মহাসম্মেলন-২০২৩ এ আলোচনা করেন শাইখ আসগর আলী আস-সালাফী আল-মাদানী, আমীর, অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস। এ সময় তিনি ভারত বর্ষে সঠিক ইসলাম প্রচারে আহলে হাদীসদের ভুমিকা ও অবদান এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এরপর জমঈয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, বিদায়কালে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
Share this post