কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে “বাংলাদেশে সহিংসতা ও চরমপন্থা রোধে ইসলাম ও ইসলামী বিজ্ঞজনদের সম্পৃক্ততার গুরুত্ব” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ!
সময়ঃ 30 শে জানুয়ারি 2021 ইং
সকাল 09:30 AM থেকে বিকাল 03:00 PM
স্থানঃ ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়াম ঢাকা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-1207
উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য পেশ করেন;
জনাব মাহফুজুল ইসলাম পিপিএম-বার, উপপ্রকল্প পরিচালক, সিসিটিটিসিপিসি ও ডেপুটি কমিশনার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ঢাকা। মেট্রোপলিটন পুলিশ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
এস, এম, আইনুল বারী
এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল
গোপনীয় এবং সন্ত্রাস প্রতিরোধ শাখা
স্পেশাল ব্রাঞ্চ
বাংলাদেশ পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;
জনাব জুলফিকার হায়াত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা।
আরো উপস্থিত ছিলেন;
ডঃ সাবের আহমেদ চৌধুরী
সহযোগী অধ্যাপক
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়
এবং সমাপনী বক্তব্য পেশ করেন;
জনাব নূর মোহাম্মদ আলম
পরিচালক (গবেষণা)
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
উক্ত কর্মশালায় প্রায় ৮০ জন ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করেন। উপস্থিত উলামা-মাশায়েখদের পক্ষ থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ বি এম হিজবুল্লাহ ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল শাইখ শহিদুল্লাহ খান মাদানী বক্তব্য রাখেন। বক্তব্যে সেক্রেটারী জেনারেল বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ রোধে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সর্বদায় কাজ করে যাচ্ছে এমনকি বাংলাদেশ পুলিশ যদি কখনো প্রয়োজন মনে করে তবে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস তাদের সাথে মিলিয়ে কাজ করার প্রত্যয় জানায়। এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডঃ আব্দুল্লাহ ফারুক সালাফি, ডঃ রইস উদ্দিন আহমাদ, ডঃ আহমাদুল্লাহ ত্রিশালী, যুগ্ন সেক্রেটারি জেনারেল শায়খ আব্দুল্লাহ মাহমুদ, শায়খ হারুন হোসাইন, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার প্রিন্সিপাল শায়খ মোস্তফা কাসেমী, কেন্দ্রীয় শুব্বানের সহ সভাপতি শায়খ ইসহাক মাদানী ও আহলে হাদিস তা’লীমী বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শায়খ আনোয়ারুল ইসলাম মাদানী ও শাইখ সাইফুল ইসলাম খান মাদানী, চেয়ারম্যান দি মেসেজ ফাউন্ডেশন।