বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড এর কুল্লিয়া (দাওরা হাদীস) পরীক্ষার পরীক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তা’লীমী বোর্ডের রেজিস্ট্রার – শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী,পরীক্ষা নিয়ন্ত্রক – শাইখ ড. মুহাম্মদ রঈসুদ্দীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক- শাইখ মুফাযযল হুসাইন মাদানী, মাদরাসা পরিদর্শক- শাইখ মাসউদুল আলম উমরী ও প্রশাশনিক কর্মকর্তা- শাইখ আনোয়ারুল ইসলাম মাদানী উপস্থিত ছিলেন। সভায় কুল্লিয়া (দাওরা হাদীস) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে বক্তারা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Share this post