বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের আয়োজনে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, মাস্টার্স, পি.এইচ.ডি ডিগ্রি অর্জনকারীদের সম্মাননায় সংবর্ধনা-২০২৩
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের আয়োজনে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, মাস্টার্স, পি.এইচ.ডি ডিগ্রি অর্জনকারীদের সম্মাননায় সংবর্ধনা-২০২৩
তারিখ: ০৫ আগস্ট ২০২৩,
স্থান: কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
উক্ত সংবর্ধনা সভায় অংশগ্রহণ করতে আগামী ৩১ শে জুলাই ২০২৩ এর মধ্যে নিম্ন বর্ণিত শর্ত স্বাপেক্ষে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে (www.talimiboard.org)
অথবা https://www.talimiboard.org/graduation_form
আবেদন ফরম পূরণ করতে বলা হলো।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের শুভাকাঙ্খী সৌদি আরবের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ২০২২/২৩ সালে ডিগ্রি প্রাপ্ত/শিক্ষা সম্পন্নকারী ব্যক্তিগণ রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিঃ দ্রঃ সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন এর সময় আবেদনকারীর ছবি এবং সনদপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
ধন্যবাদান্তে
রেজিস্ট্রার
ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী
বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড
সার্বিক যোগাযোগ:
বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড
মোবাইল: ০১৯৩৩-৩৫৫৯০৯ (ওয়াটসঅ্যাপ)
ইমেইল: bahtb.dhaka@gmail.com
ওয়েব সাইট: www.talimiboard.org