আলহামদুলিল্লাহ!
চলমান করোনা মহামারির মধ্যেও সাস্থ বিধি মেনে সফল ভাবে শেষ হলো কুল্লিয়া (দাওরা হাদীস) পরীক্ষা। প্রতি বছরের ন্যায় ২০২০ সালের পরীক্ষা দেশের কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড থেকে নিয়োগ কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব যথাযত ভাবে পালন করেন।
২০২০ সালের কুল্লিয়া (দাওরা হাদীস) পরীক্ষার ভাইভা অনুষ্ঠিত হয়। বোর্ড থেকে এক্সপার্ট হিসাবে ভাইভা পরীক্ষা গ্রহন করেন।
#প্রফেসর এ.কে.এম শামসুল আলম, উপদেষ্টা- বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
#অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, সহ-সভাপতি- বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
#অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ ফারুক, সহ-সভাপতি – বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
#শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সেক্রেটারী জেনারেল- বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
#শাইখ নজরুল ইসলাম, হেড মুহাদ্দিস – শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা, সাভার,ঢাকা।