শিক্ষক প্রশিক্ষণ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড- এর আয়োজনে শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ মর্মে আহলে হাদীস মাদরাসাসমূহে কর্মরত শিক্ষক অথবা কুল্লিয়া/দাওরা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের নিয়ে আগামী ২৭ মার্চ ২০২১ থেকে ০১ এপ্রিল ২০২১ইং পর্যন্ত ০৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ। উক্ত কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রশিক্ষণার্থিদেরকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে।
শর্তসমূহ :
০১. ২৩ মার্চ ২০২১ইং এর মধ্যে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি প্রদান পূর্বক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
০২. প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয়, যাত্রাবাড়ী, ঢাকায় অনুষ্ঠিত হবে।
০৩. প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থিকে অবশ্যই নির্ধারিত ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
০৪. প্রশিক্ষণার্থিদের থাকা-খাওয়া বোর্ড কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হবে।
০৫. ঢাকায় অবস্থান করার জন্য প্রশিক্ষণার্থিকে প্রয়োজনীয় আসবাব-পত্র সঙ্গে আনতে হবে।
০৬. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিজ্ঞ প্রশিক্ষকম-লী দ্বারা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
০৭. প্রশিক্ষণ শেষে বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
০৮. আসন সংখ্যা সীমিত।
যোগাযোগ
বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড
৭৯/ক/৩, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৩৩-৩৫৫৯০৯
০১৯৮৮-৯৩৬৪৭৪ (বিকাশ-পার্সোনাল)
০১৯৭৪-০৩৮৮২২ (বিকাশ-পার্সোনাল)
০১৭৪৪-৬৩২৯৮৮
টেলিফোন : ০২-৭৫৪৫৩৯৯, ০২-৭৫৪২৪৩৪ (অফিস)