অসহায় ফিলিস্তিনি মুসলিমদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়াতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আহবান-
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ফিলিস্তিনের মুসলিমদের উপর দখলদার ইসরাইলের চলমান মানবতাবিরোধী নৃশংস হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। হামলায় বর্বর ইসরাইলী বাহিনীর হাতে শিশু, নারীসহ হাজার হাজার মুসলিম জঘন্যতম হত্যাযজ্ঞের শিকার হচ্ছে; লাখ লাখ বাড়ি ঘর এমনকি হাসপাতালগুলো বোমার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে। খাদ্য, পানীয় ও চিকিৎসাবিহীন ফিলিস্তিনের নিপীড়িত অসহায় মুসলিমরা আজ জীবন-মরণ সন্ধিক্ষণে চরম মানবেতর জীবন যাপন করছে।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ইতঃপূর্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বর্ধিত সভায় ফিলিস্তিনের অসহায় মুসলিমদের পক্ষে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনি মুসলিমদের নিজভূমি রক্ষায় মহান মুক্তি আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনার করে প্রস্তাব পাশ করেছে। ইসরাইলের অব্যহত নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বিশ্বের সকল দেশ ও মানবিক সমাজকে সোচ্চার হতে ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য সলাতে কুনুতে নাযেলা পাঠ ও দু’আ করার জন্য সকল মুসলিমকে আহবান জানাচ্ছে।
সেইসাথে ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে সেদেশের মজলুম ও অসহায় মুসলিমদের কাছে জরুরি ত্রাণ সাহায্য পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণ করে অর্থ সাহায্যে এগিয়ে আসার জন্য জমঈয়তের সকল দায়িত্বশীল ও অন্যান্য সকলের প্রতি বিশেষ আবেদন জানানো হচ্ছে।
নিম্নোক্ত বিকাশ নম্বরে আর্থিক সহযোগিতা প্রেরণ করুন ও ফোন করে নিশ্চিত হোন-
০১৭৯৮ ৮৮৪১৩২ (বিকাশ মার্চেন্ট-জনসংযোগ কর্মকর্তা)
০১৯৩৩ ৩৫৫৯০৫ (বিকাশ পার্সোনাল-হিসাব রক্ষণ কর্মকর্তা)
পক্ষে
রবিউল ইসলাম
অফিস সেক্রেটারী, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস