মাননীয় সউদী রাষ্ট্রদূত আল উসতায ঈসা বিন ইউসুফ আদ দোহাইলান হাফিঃ এর সাথে জমঈয়তে আহলে হাদীস এর শীর্ষ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গতকাল ২২/০৮/২০২২ ইং তারিখে রোজ সোমবার সাড়ে বারোটার সময় জমঈয়তে আহলে হাদীসের শীর্ষ নেতৃবৃন্দ মাননীয় সউদী সরকারের রাজকীয় সউদী দূতাবাসের রাষ্ট্রদূত জনাব ঈসা বিন ইউসুফ আদ দোহাইলান এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাথে ছিলেন রাজকীয় সউদী দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জনাব শাইখ নাসেহ যায়ফুল্লাহ আল-উতাইবী হাফিঃ।
জমঈয়ত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক, সভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, সেক্রেটারি জেনারেল শাইখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ও জমঈয়তের বিদেশ বিষয়ক সেক্রেটারি শাইখ ইবরাহীম আবদুল হালীম মাদানী।
মাননীয় সউদী রাষ্ট্রদূত বাংলাদেশ জমঈয়তে আহলে এর আকীদাহ, মানহাজ ও বিভিন্ন চলমান দাওয়াতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতির উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে এর নভেম্বরের ৪ তারিখের আসন্ন মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে পবিত্র হারামাইন শরীফাইন এর প্রেসিডেন্ট ও পবিত্র কা’বার ইমাম ও খতীব আল্লামা শাইখ ডক্টর আবদুর রহমান আস সোদাইসকে প্রধান অতিথি, মাননীয় সউদী ধর্মমন্ত্রী, শাইখ ডক্টর আবদুল লতীফ আলো শাইখকে প্রধান আলোচক করে, এবং মাননীয় সউদী রাষ্ট্রদূত মহোদয়কে বিশেষ অতিথি হিসেবে জমঈয়ত এর পক্ষ হতে মাননীয় সউদী রাষ্ট্রদূতকে দাওয়াতনামা হস্তান্তর করা হয়। মাননীয় সউদী রাষ্ট্রদূত অত্যন্ত আগ্রহের সাথে দাওয়াত নামা গুলি পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল উক্ত মহা সম্মেলনের উদ্বোধক হিসেবে আমন্রণ গ্রহণ করেছেন।
সার্বিক পৃষ্ঠপোষকতায় মাননীয় এম পি আলহাজ্ব এ কে এম রহমতউল্লাহ, ঢাকা দক্ষিণের মাননীয় সাবেক মেয়র আলহাজ্ব সাঈদ খোকন ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর অন্যতম উপদেষ্টা জনাব কাযী আকরামুদ্দীন আহমাদ প্রমুখ রয়েছেন।