সৌদি ধর্মমন্ত্রনালয়ের বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যাক্তিত্ব শাইখ মুহাম্মদ বিন রমযান আল-হাজেরী হাফিযাহুল্লাহ এবং তার সফরসঙ্গীর কেন্দ্রীয় জমঈয়ত অফিস পরিদর্শন:
সৌদি ধর্মমন্ত্রনালয়ের বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যাক্তিত্ব শাইখ মুহাম্মদ বিন রমযান আল-হাজেরী হাফিযাহুল্লাহ এবং তার সফরসঙ্গীর কেন্দ্রীয় জমঈয়ত অফিস পরিদর্শন:
সৌদি ধর্মমন্ত্রনালয়ের বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যাক্তিত্ব শাইখ মুহাম্মদ বিন রমযান আল-হাজেরী হাফিযাহুল্লাহ এবং তার সফরসঙ্গী আজ ১৯ অক্টোবর ২০২৩ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেন। এ সময় তারা জমঈয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য তারা গত ১৭ই অক্টোবর ২০২৩ইং বাংলাদেশে আগমন করেন। সৌদি দুতাবাস ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ব্যবস্থাপনায় যথাক্রমে মাদরাসা দারুল হাদীস সালাফিয়া জামে মসজিদ, পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও নাজির বাজার বড় জামে মসজিদ, নাজির বাজার, বংশাল, ঢাকা এবং মাদরাসা মুহাম্মাদিয়া আরাবীয়া সংলগ্ন সালাফী জামে মসজিদ, ৭৯/ক, উত্তর যাত্রাবাড়ী, মাদরাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকা এ গুরুত্বপূর্ণ দারস সম্পন্ন করেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে উভয় শাইখকে বিশেষ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সম্মানিত সভাপতি, সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।