প্রশ্ন: নামাজ রত অবস্থায় হাঁচি আসলে ‘আলহামদু লিল্লাহ’ আর হাই আসলে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বা ‘আউযুবিল্লাহি মিনাশ শয়ত্বানির রাজীম’ পাঠ করা জায়েয কি?
উত্তর: ???? নামাজ রত অবস্থায় হাঁচি আসলে অধিক বিশুদ্ধ মতে ‘আলহামদু লিল্লাহ’ পাঠ করা জায়েজ আছে। এ ব্যাপারে হাদিস হল: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ “তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন আলহামদুলিল্লাহ বলে।” (সহিহুল বুখারী, হাদিস নং-৬২২৪) এখানে সাধারণভাবে যে কোনো সময় হাঁচি…