বিভ্রান্ত গোষ্ঠী কর্তৃক জমঈয়তের নামে তৈরিকৃত, প্রকাশিত ও প্রচারিত ভুয়া বিজ্ঞপ্তির প্রতিবাদে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের বিবৃতি:
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুরআন ও সহীহ সুন্নাহর প্রচার ও প্রসারের এক অনন্য প্লাটফর্ম। কুরআন ও সহীহ হাদীস মোতাবেক এ সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, সেবা ও সংস্কার মূলক দাওয়াহ ও তাবলীগী সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি সালাফদের মানহাজের ভিত্তিতে ইসলাম প্রচারের কাজ করে আসছে। নির্ভেজাল তাওহীদের দাওয়াত, শিরকমুক্ত সমাজ বিনির্মাণ এবং কুরআন সুন্নাহর প্রচার-প্রসারে তাবলীগী কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রয়েছে দীর্ঘ ইতিহাস। এ দেশের আহলুল হাদীস তথা কুরআন ও সহীহ হাদীসের একনিষ্ঠ অনুসারীদের তাওহীদী সংগঠন। বিগত প্রায় আট দশকব্যাপী এ সংগঠনটি কুরআন-সুন্নাহ’র দা‘ওয়াহ্ ও তাবলীগের পাশাপাশি দীনী প্রতিষ্ঠান পরিচালনাসহ আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে আসছে।
সম্প্রতি সময়ে (03-04-2024) আমাদের নজরে এসেছে ইসলাম ও মুসলিম বিদ্বেষী গোষ্ঠী বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে “কুরআন ও সহীহ হাদীসের দারস চালুকরন সংক্রান্ত বিজ্ঞপ্তি” শিরোনামে গত ৬ই ফেব্রুয়ারি-২০২২ (রেফারেন্স-বা/জ/আ/হা/৪৫/০২/২২/৯২) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে নিজেদের অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করণের লক্ষ্যে তাদের নিজেদের মনমতো এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার অর্থাৎ বর্তমান এক্স এবং ফেসবুক মাধ্যমে একটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে বেড়াচ্ছে। তাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশে অবস্থানরত কতিপয় উগ্র**বাদী গোষ্ঠী।
তারা অসৎ উদ্দেশ্যমুলকভাবে ষড়যন্ত্রমুলক, মিথ্যা ও ভিত্তিহীন ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে গুজব রটিয়ে ইসলাম ও মুসলিমদের মানহানী ও ক্ষতি করার জন্য এবং জমঈয়তের ভাবমূর্তি নষ্ট করার জন্য ও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য উক্ত ভুয়া বিজ্ঞপ্তি জমঈয়তের নামে তৈরি করেছে এবং ইসলাম বিদ্বেষী চিরাচরিত রুপ প্রকাশ করছে, উক্ত ভুয়া বিজ্ঞপ্তির সাথে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কোন সম্পর্ক নেই। দেশের সচেতন মহল খুব ভাল করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা অর্বাচীনদের কাঁচা হাতের কাজ। তাই দেশবাসীকে উক্ত ভুয়া বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা অবগত ও সতর্ক করছি।
সেই সাথে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস উক্ত মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমুলক ও ভুয়া বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ করছে এবং যে বা যারা উক্ত ভুয়া বিজ্ঞপ্তি তৈরি এবং প্রচার প্রসার করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছে।
যে বা যারা এই ভুয়া বিজ্ঞপ্তি প্রচার প্রসারের কাজ করে যাচ্ছে, তারা যদি সেচ্ছায় এমন গর্হিত কর্ম থেকে বিরত না হয় এবং তাদের পোস্ট গুলো প্রত্যাহার করে না নেয় তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইন শা আল্লাহ।
রবিউল ইসলাম
অফিস সেক্রেটারি,
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস
মোবাইল-০১৯৩৩৩৫৫৯০১
04/04/2024
********************সংযুক্তি:*********************
আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গত ৬ই ফেব্রুয়ারি-২০২২ (রেফারেন্স-বা/জ/আ/হা/৪৫/০২/২২/৯২) প্রকাশিত বিজ্ঞপ্তির লিংক:
https://jamiyat.org.bd/quran-hadith-dars
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে গত ৭ই ফেব্রুয়ারি-২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির লিংক:
ইসলাম ও মুসলিম বিদ্বেষী বিভ্রান্ত গোষ্ঠীর টুইটারে প্রকাশিত
ভুয়া বিজ্ঞপ্তি-১: (हम लोग We The People) @ajaychauhan41
https://twitter.com/ajaychauhan41/status/1775451621260222512
ভুয়া বিজ্ঞপ্তি-২: (Abhay Pratap Singh (बहुत सरल हूं) @IAbhay_Pratap)
https://twitter.com/IAbhay_Pratap/status/1775403210104033614
ভুয়া বিজ্ঞপ্তি-৩: (Jitendra pratap singh) @jpsin1
https://twitter.com/jpsin1/status/1775454659626566110
বাংলাদেশে অবস্থানরত বিভ্রান্ত গোষ্ঠীর টুইটারে প্রকাশিত ভুয়া বিজ্ঞপ্তি: (Voice Of Bangladeshi Hindus) @hindu8789
https://twitter.com/hindu8789/status/1775214951055097926
বাংলাদেশে অবস্থানরত ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশকারী সদস্যের ফেসবুক আইডি: (Nayon Bairagi Bappy)
https://www.facebook.com/NayonBairagiBappy
&
https://www.facebook.com/profile.php?id=61556091873854
জমঈয়তের অফিসিয়াল ফেসবুক পেজে গালাগালি ও হুমকিদাতা সদস্যের ফেসবুক আইডি: (Gobindo Gharame Devashish)
https://www.facebook.com/Gobindogharame
বাংলাদেশে অবস্থানরত ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশকারী সদস্যের ফেসবুক আইডি: (Bidhan Chandra Majhi)
https://www.facebook.com/profile.php?id=100090722931869
বাংলাদেশে অবস্থানরত ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশকারী সদস্যের ফেসবুক আইডি: (Mishuk Sharma) (মোবাইল নাম্বার: 01732876700, বাড়ি: গোলদীঘির পাড়ের আশেপাশে, কক্সবাজার সদর)
https://www.facebook.com/profile.php?id=100068980064891
বাংলাদেশে অবস্থানরত ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশকারী সদস্যের ফেসবুক আইডি: (Dipta Saha)
https://www.facebook.com/Dipta.dk?mibextid=ZbWKwL
ফেসবুক গ্রুপে পোস্ট লিংক: (Hindu Dating Boys & Girls Hindu Family)
ফেসবুক গ্রুপে পোস্ট লিংক: (সনাতনী হেল্প সোসাইটি) (Admin Sushanto Das)
বাংলাদেশে অবস্থানরত ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশকারী সদস্যের ফেসবুক আইডি: (Sushanto Das)
https://www.facebook.com/soshonto.das
(Sushanto Das) (01793624799, 01648349921, কুলগাঁও, জালালাবাদ, চট্রগ্রাম) তার করা ফেসবুক পোস্ট:
https://www.facebook.com/photo?fbid=946320253815926&set=a.148610100253616
বাংলাদেশে অবস্থানরত সদস্যের ফেসবুক আইডি: (Artcell )
https://www.facebook.com/Artcell.4860/
বাংলাদেশে অবস্থানরত সদস্যের ফেসবুক আইডি: (Pijus Das)
https://www.facebook.com/Pijus_das123?mibextid=ZbWKwL
বাংলাদেশে অবস্থানরত ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশকারী সদস্যের ফেসবুক আইডি: (Rohan Deb Nath)
https://www.facebook.com/rohandev.rohandev.9883