বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দাওয়াহ ও তাবলীগি মহাসম্মেলন-২০২৩ এ সুন্নাহ অনুসরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন শাইখ আবদুল হাই মুহাম্মদ হানীফ মাদানী, সভাপতি, নেপাল জমঈয়তে আহলে হাদীস। এরপর তিনি জমঈয়ত কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন এবং জমঈয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, বিদায়কালে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
Share this post