বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দাওয়াহ ও তাবলীগি মহাসম্মেলন-২০২৩ এ ‘মুসলিম উম্মাহর অনৈক্য প্রতিরোধে কিতাব ও সুন্নাহ আকড়ে ধরার গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা করেন শাইখ ড. উসামা আতায়া আল উতাইবী। এরপর তিনি জমঈয়ত কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন ও জমঈয়তের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এবং জমঈয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, বিদায়কালে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।