বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড এর তত্ত্বাবধানে ও সালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্স ফরিদগঞ্জ, চাঁদপুর এর আয়োজনে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ-২০২৪
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড এর তত্ত্বাবধানে সালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্স এর আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ-২০২৪। ২৫ মে ২০২৪ শনিবার সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ৩.৪৫ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ চলে। অত:পর আসরের সালাতের পর সুধী সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সাবেক কর্মকর্তা, সরকারী মোস্তফাবিয়া আলিয়া মাদরাসা বগুড়া’র সম্মানিত প্রিন্সিপাল, বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সম্মানিত সহ-সভাপতি প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন- কিং খালিদ ইউনিভার্সিটি সৌদি আরব এর সাবেক অধ্যাপক বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম, ও সরকারী মাদরাসা-ই-আলিয়া ঢাকা এর সহযোগী অধ্যাপক ড. হেদায়েত উল্লাহ। প্রশিক্ষকবৃন্দ প্রত্যেকেই প্রশিক্ষাণার্থীদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণে আধুনিক সরঞ্জামাদি তথা ল্যাপটপ ও প্রোজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ পরিবর্তী সূধী সমাবেশ ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চাঁদপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব নূর মোহাম্মদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সম্মানিত সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের সম্মানিত রেজিস্ট্রার ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সম্মানিত সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিসাল ইসলামিয়া মহিলা মাদরাসা’র সম্মানিত প্রিন্সিপাল শাইখ আবু হানিফ মাদানী, আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সম্মানিত সহ-সভাপতি ও চাঁদপুর মুসআব বিন উমাইর মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের পরিচালক জনাব তোফাজ্জল হুসাইনসহ আরও অনেকে।
প্রশিক্ষণ প্রোগ্রাম ও সমাপনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শাইখ আনোয়ারুল ইসলাম মাদানী। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণের সনদপত্র, যাতায়াত ভাতা ও ফরজ সালাত পরবর্তী দুআ ও যিকিরের ক্যালেন্ডার প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রোগ্রাম ও অনুষ্ঠান বাস্তবায়নে সালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব নূর মোহাম্মদ তালুকদার অর্থায়ন ও বিশেষ নির্দেশনা প্রদান করেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল শাইখ হাফেজ জিয়াউর রহমান ও সেক্রেটারী শাইখ কাজী গোলাম মোস্তফা অনুষ্ঠান বাস্তবায়নে অক্লান্ত প্ররিশ্রম করেন।
বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডে’র নেতৃবৃন্দ বলেন বোর্ডের কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো যোগ্য শিক্ষক গড়ে তোলা, এরই পরিপ্রেক্ষিতে মাঝে মাঝেই এমন শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা যদি প্রশিক্ষণের মাধ্যমে একজন যোগ্য শিক্ষক হতে পারেন তবেই বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তা’লীমী বোর্ডের কার্যক্রম স্বার্থক হবে। নেতৃবৃন্দ আরও বলেন রাসূল (সা) ছিলেন একজন আদর্শ ও উত্তম শিক্ষক, তার জীবনেই রয়েছে একজন সফল শিক্ষকের আদর্শ।
প্রশিক্ষণ সুন্দরভাবে বাস্তবায়ন করায় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রিন্সিপাল ও সেক্রেটারীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের কল্যাণ ও সফলতার জন্য দুআ করেন।