উত্তরা এলাকা জমঈয়তে আহলে হাদীসের সুধী সমাবেশ ও ইফতার মাহফিল-২০২৪ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ-
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হলো উত্তরা এলাকা জমঈয়তে আহলে হাদীসের সুধী সমাবেশ ও ইফতার মাহফিল-২০২৪। গত ২৬ মার্চ মোতাবেক ১৫ রমাযান, মডেল টাউন উত্তরার জমজম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। এলাকা জমঈয়তের সভাপতি শাইখ আব্দুল্লাহিল ওয়াহীদ মাদানীর সার্বিক তত্ত্বাবধানে ও সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমান-এর পরিচালনায় বেলা সাড়ে ৩টায় প্রোগ্রাম শুরু হয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তরা এলাকা জমঈয়তের প্রধান উপদেষ্টা ও মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন পিএন এন্টারপ্রাইজ কোম্পানি লি. এর চেয়ারম্যান জনাব নূর মুহাম্মদ তালুকদার ও কেন্দ্রীয় জমঈয়তের সিনিয়র সহ-সভাপতি সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতি প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন ও প্রফেসর ড. মো. ওসমান গনী, কেন্দ্রীয় জমঈতের উপদেষ্টা প্রফেসর ড. ইঞ্জি. মোতাহার হোসেন, জমঈয়তের উচ্চবিদ্যাপীঠ ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স টেকনোলজির রেজিস্ট্রার ও সাবেক সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল্লাহিল বাকী, কেন্দ্রীয় জমঈয়তের তথ্য প্রযুক্তি ও পরিসংখ্যান বিষয়ক সেক্রেটারি, আইটি বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, বিশিষ্ট ইসলামী স্কলার শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, কেন্দ্রীয় জমঈতের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ, দাওয়াহ ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি শাইখ মাসউদুল আলম আল উমরী, প্রবাস ও বিদেশ বিষয়ক সেক্রেটারি শাইখ ইবরাহীম বিন আব্দুল হালীম মাদানী ও সহ-সাংগঠনিক সেক্রেটারি মুহা. রেজাউল ইসলাম, শুব্বানে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ আল ফারুক ও সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ বিন হারিস, ঢাকা মহানগর উত্তর জমঈয়তের আহ্বায়ক আলহাজ্জ মুহাম্মদ নূরুল হক, বিশিষ্ট ইসলামী স্কলার শাইখ ড. আব্দুল বাসির বিন নওশাদ ও শাইখ ড. মুহাম্মদ রেজাউল করীম, খুলনা মাদরাসা আল মাহাদের অধ্যক্ষ শাইখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সমাবেশে উত্তরা ও উত্তরার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রায় ছয় শতাধিক সায়েম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তরা এলাকা জমঈতের সহ-সভাপতি মো. মাশহুদুল বাসেত, সহকারী সেক্রেটারি মো. হাফিজুর রহমান আনসারী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুহেব্বুল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি ছাব্বির আহমাদ আরিফিন, প্রচার-প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দীন খোকন, সমাজসেবা ও জনকল্যাণ বিষয়ক সেক্রেটারি ইঞ্জি. আলী আছগর ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জমঈয়ত শুব্বানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।