জিজ্ঞাসা (০২) : আমাদেরকে বলে হাদীসের অনুসারী। তাহলে কি আমরা কুরআনের অনুসারী নই? দলিলসহ উত্তর দিবেন।
[মো. মানিক সরকার, সাঘাটা, গাইবান্ধা]
জবাব: হাদীস অর্থ বাণী। কুরআন আল্লাহর বাণী এবং রাসূল (সাঃ) এর কথা, কাজ ও সমর্থন যাকে আমরা হাদীস বলে জানি, তাও আল্লাহর পক্ষ হতে প্রত্যাদিষ্ট। ইসলামি শরীয়তের এ মূল উৎসদ্বয়কে আল্লাহ তা‘আলা আল-কুরআনে এবং রাসূল (সাঃ) তাঁর বাণীতে ‘হাদীস’ বলেছেন। কুরআন ও হাদীস একই সূত্রে গাঁথা। তাই এ দু’টোর অনুসারীকে ‘আহলে হাদীস বলা হয়। কাজেই যাঁরা আহলে হাদীস, তাঁরাই মূলতঃ কুরআনের প্রকৃত অনুসারী। মনে রাখবেন, যারা হাদীসকে বাদ দিয়ে কেবল কুরআন মানতে চায়, তারা আসলে কুরআন অস্বীকারকারী ও ভ্রান্ত ফেরকা। ওদের কূটকৌশল থেকে সাবধান। ওয়াল্লাহু ‘আলাম।