জিজ্ঞাসা (০৪) : স্ত্রীর সাথে স্বামীর তর্ক-বিতর্ক হওয়ার পর স্বামী যদি রাগান্বিত হয়ে স্ত্রীকে বলে তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসবো, তোমাকে লাগবে না বা তোমাকে রাখবো না। তাহলে কী কোনোভাবে অটো তালাক হয়ে যাবে? আর যদি হয়ে যায় তাহলে কীভাবে তালাক বাতিল করতে হবে? [ মুহাম্মদ সালমান রহমানী, ছোনটিয়া বাজার, জামালপুর ]
জবাব: তালাকের বেলায় রাগান্বিত হওয়া আর হাসির ছলে বলা একই (সুনান আবূ দাঊদ-হা. ২১৯৪; সুনান আত্ তিরমিযী-হা. ১১৮৪; সুনান ইবনু মাজাহ-হা. ২০৩৯, হাসান)। স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে তোমার বাপের বাড়ী রেখে আসবো বা তোমাকে রাখবো না-এ দু’টি বাক্য একপ্রকার ধমকী স্বরূপ। কাজেই এর দ্বারা তালাক হবেনা। আর ‘তোমাকে লাগবে না’ কথাটি রূপক। এর দ্বারা স্বামী স্ত্রীকে শাসন করা উদ্দেশ্য হলে তাতেও তালাক পতিত হবে না। পক্ষান্তরে যদি এর দ্বারা স্বামী তালাক উদ্দেশ্য করে, তাহলে একটি তালাক হয়েছে মর্মে গৃহীত হবে। মনে রাখবেন, তালাক হয়ে গেলে তা বাতিল করার কোনো সুযোগ নেই। তবে স্ত্রী ফেরতযোগ্য তালাক হলে পরবর্তী ঋতুর আগে দু’জন পুরুষ অথবা একজন পুরুষ ও ২ জন মহিলাকে স্বাক্ষী রেখে স্ত্রীকে ফেরত নেওয়ার বিধান রয়েছে (সূরা আত্ ত্বালাক : ০২)। ওয়াল্লাহু ‘আলাম।