জিজ্ঞাসা (০৫) : কেউ যদি আমার নামে গীবত করে অথবা মিথ্যা তোহমত দেয়, আমি কি তাকে জিজ্ঞাসা করবো কেন বললো? (আমার ব্যক্তিগত ইচ্ছা, তাকে জিজ্ঞাসা করতে চাই না এমনকি তার নামও জানতে চাই না) বি. দ্র. মিথ্যা তহমোতকারী/গীবতকারী আমার অপরিচিত হতে পারে বা পরিচিতও হতে পারে। [এম সাজিদ হোসেন, আম্বরখানা, সিলেট]
জবাব: গীবত হলো দোষত্রুটি থাকলে ঐ ব্যক্তি সমাজে হেয় করার উদ্দেশ্যে তা বলে বেড়ানো। আর তোহমাত হচ্ছে কোনো নির্দোষ ব্যক্তির উপর মিথ্যা অপবাদ রটানো (সহীহুল বুখারী- হা. ২৯৬৮)। দোষ থাকলে নিজে সংশোধন হয়ে যাবেন এবং মহান আল্লাহর কাছে তাওবাহ্ করবেন। আর তোহমাত বা মিথ্যা অপবাদ দিলে তা জানার এবং প্রতিকার চাওয়ার আপনার এখতিয়ার রয়েছে। আপনি জিজ্ঞাসা করতে পারেন অথবা তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়াল্লাহু ‘আলাম।