জিজ্ঞাসা (০৬) : ইমামকে যদি আত্তাহিয়াতু অবস্থায় পাই। তাকবীরে তাহরীম’র আল্লাহু আকবার বলার পরে কি আবার আল্লাহু আকবার বলতে হবে? [আব্দুল খালেক, আগারগাঁও, ঢাকা]
জবাব: ইমামকে তাশাহুদ অবস্থায় পেলে প্রথমে দাঁড়িয়ে আপনি ‘তাকবীরে তাহরীমা’ বলে জামা‘আতে শামিল হবেন। অতঃপর আরো একটি তাকবীর দিয়ে তাশাহুদে বসবেন এবং যথা নিয়মে বাকী সালাত আদায় করবেন। তবে শুধু তাকবীরে তাহরীমা‘র উপর যথেষ্ট মনে করলেও চলবে (মাজমূ‘আ ফাত্ওয়া- বিন বায, ১১/২৪৫)। ওয়াল্লা-হু ‘আলাম।