জিজ্ঞাসা (০৭): মনে করুন আমি নামাযে এক্সট্রা কিছু করলাম (একাকী), তাহলে সাহু সিজদা কি উভয় সালাম ফিরানোর পর দিবো? এবং উভয় সালাম ফিরানোর পর কি শুধু সিজদা দু’টো দিয়ে আবার শুধু সালাম ফিরালেই হবে? না-কি সাহু সিজদার পরও আবার তাশাহুদ/দরুদ পড়তে হবে? [ মো. রাহাত, বরিশাল ]
জবাব: আপনি একাকী সালাতে এক্সট্রা কি করেছেন, তা উল্লেখ করেননি। সাহু সিজদা আবশ্যক হয় এমন কিছু করলে সালাম ফিরানোর আগে অথবা পরে ২টি সিজদাহ দেবেন এবং সুন্দর করে বসে ডানে বামে সালাম ফিরাবেন (সহীহুল বুখারী-হা. ৪৮২, ৪০৩ ও সহীহ মুসলিম-হা. ৫৭২, ৫৭৩)। আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে; সাহু সিজদার পর পুনরায় তাশাহুদ পড়ার কোনো প্রমাণ হাদীস দ্বারা সাব্যস্ত নয়। মনে রাখবেন, সালাতের কোনো রুকন বাদ পড়লে তা আদায় ব্যতীত শুধু সাহু সিজদাহ যথেষ্ট হবেনা। প্রথমে ছুটে যাওয়া ঐ রুকন আদায় করে পরে সাহু সিজদাহ দেবেন। ওয়াল্লা-হু ‘আলাম।