জিজ্ঞাসা (১০): বিনা ওজরে মসজিদে না গিয়ে বাসায় পরিবার নিয়ে ফর্য সালাত জাম‘আত করে আদায় করা কি জায়িয? [ গোলাম রাব্বি, বরিশাল সদর ]
জবাব: মসজিদে জামা‘আতের সাথে স্বচ্ছল পুরুষদের ফর্য সালাত আদায় করা ওয়াজিব (সহীহুল বুখারী-হা. ৬৫৭; সহীহ মুসলিম-হা. ৬৫১)। শর‘ঈ ওজর ব্যতীত মসজিদ বাদ দিয়ে পরিবার নিয়ে জামা‘আত করে সালাত করা উচিত হবে না। অগত্যা কেউ হঠাৎ এমনটি করলে তাদের সালাত সহীহ হয়ে যাবে। তবে বিনা কারণে মসজিদ ত্যাগ করার দায়ে গোনাহগার হবে। পক্ষান্তরে যাঁরা মসজিদে জামা‘আতের সাথে সালাত আদায়কে সুন্নাহ মনে করেন, তাঁদের মতে বাড়িতে জামা‘আত করলে সুন্নাহ ছুটে যাবে এবং মসজিদে যাওয়া ও সালাত আদায়ের অতিরিক্ত সাওয়াব হতে বঞ্চিত হবে। ওয়াল্লাহু ‘আলাম।