জিজ্ঞাসা (১৪): ইমাম ৪ রাকআত নামাযের জায়গায় ভুল করে ৫ রাকআতের জন্য দাঁড়িয়ে গেলে মুক্তাদিদের করণীয় কী? [মো. সাকিবুল ইসলাম, সাঈদপুর]
জবাব: ‘আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) থেকে বর্ণিত হাদীসে রয়েছে যে,
عَنْ النَّبِيُّ (ﷺ) الظُّهْرَ خَمْسًا فَقَالُوْا أَزِيْدَ فِيْ الصَّلَاةِ؟ قَالَ : وَمَا ذَاكَ؟ قَالُوْا : صَلَّيْتَ خَمْسًا، فسجد سجدتين.
নবী করীম (ﷺ) একদা সাহাবীদেরকে নিয়ে যোহরের নামায পাঁচ রাকআত পড়ে ফেললেন। তাঁকে যখন জিজ্ঞেস করা হলো, নামায কি বাড়িয়ে দেয়া হয়েছে? তিনি বললেন, কী হয়েছে? তারা বলল, আপনি পাঁচ রাকআত নামায পড়ে ফেলেছেন। অতঃপর তিনি উভয় পা বিছিয়ে বসলেন, কিবলামুখী হলেন এবং দু’টি সিজদা দিলেন (সহীহুল বুখারী ও সহীহ মুসলিম; সহীহুল বুখারী-অধ্যায়: নামায, অনুচ্ছেদ: নামাযে কিবলামুখী হওয়ার ব্যাপারে যা বর্ণিত হয়েছে)। আর ইমাম ৪ রাকআত নামাযের জায়গায় ভুল করে ৫ রাকআতের জন্য দাঁড়িয়ে গেলে মুক্তাদিদের করণীয় হচ্ছে ইমামকে সুবহানাল্লাহ বলে স্মরণ করিয়ে দেওয়া। আর ইমাম যখন মুক্তাদীদের উদ্দেশ্য বুঝতে পারবে, তখন সে সাথে সাথে বসে পড়বে এবং যা কিছু পাঠ করার তা পাঠ করবে, অতঃপর সালামের আগে দু’টি সাহু সিজদা দিবে। অতঃপর সালাম ফিরাবে।