জিজ্ঞাসা (১৫): আমি দীর্ঘ কয়েক বছর যাবত গোপন পাপে লিপ্ত, আমি মহান আল্লাহর কাছে বারবার তাওবাহ্ করি, কিন্তু তাওবাহ্ করার কিছুদিন পর আবারো সেই পাপে লিপ্ত হই। আমি জানি এটা অনেক বড়ো কবিরা গুনাহ, আল্লাহর কসম! আমি এই পাপ থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু পারছি না। আমি কীভাবে এই পাপ থেকে বের হতে পারবো, আর কীভাবেই বা আমি মহান আল্লাহর কাছে তাওবাহ্ করবো। আমি কীভাবে তাওবাহ্ করলে আল্লাহ তা‘আলা আমার এই গুনাহ মাফ করে দিবে। [মো. মমিনুল মোহাইমিম, বিরল, দিনাজপুর]
জবাব: আপনি গুনাহ হতে মুক্তি লাভের আশায় কৃত পাপগুলো স্মরণ করে মহান আল্লাহর নিকট একনিষ্ঠচিত্তে ক্ষমা প্রার্থনা করবেন। রাসূল (ﷺ) বলেন, ‘বান্দা কোনো পাপ করে ফেললে যদি সুন্দরভাবে ওযূ করে দু’রাকআত নফল সালাত আদায় করে মহান আল্লাহর নিকট বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দেন’ (সুনান আবূ দাঊদ-হা. ১৫২৩)।
তবে তাওবাহ্ কবুলের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে-
(১) একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তাওবাহ্ করতে হবে।
(২) কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে।
(৩) পুনরায় সে গুনাহে জড়িত না হওয়ার প্রতিজ্ঞা করতে হবে।
উল্লেখ্য, যদি পাপটি বান্দার সাথে যুক্ত থাকে, তাহলে উপরের তিনটি শর্ত পূরণের সাথে চতুর্থ শর্ত হিসাবে তাকে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে ও তাকে খুশী করতে হবে। নইলে তার তওবা শুদ্ধ হবে না। আর আপনি যেহেতু তাওবাহ্ ঠিক রাখতে পারেন না, তাই আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে। ভালো বন্ধু সংগ্রহ করতে হবে। যারা আপনাকে সর্বদা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আপনি একাকী জীবনযাপন করা থেকে দূরে থাকবেন, দ্বীনী মজলিসে উপস্থিত থাকবেন, কুরআন তিলাওয়াত করবেন, ইসলামী বই-পুস্তক পাঠ করবেন, নির্জনতা পরিহার করবেন এবং বেশি বেশি মহান আল্লাহর কাছে দু‘আ করবেন। এতে আশা করা যায় যে, আপনি তাওবাহ্ ঠিক রাখতে পারবেন।