জিজ্ঞাসা (১৭): যোহর ও ‘ইশার নামায মোট কয় রাকআত? [এনামুল হক, টাঙ্গাইল]
জবাব: যোহরের সালাত চার রাকআত। ‘ইশার সালাতও চার রাকআত। তবে যোহরের সালাতের আগে ও পরে সুন্নাত সালাত রয়েছে। ‘ইশার পরেও সুন্নাত রাতিবা ও বিত্র সালাত রয়েছে। কিন্তু এগুলোকে মূল সালাতের অংশ বলা যাবে না। মোটকথা, যোহর ও ‘ইশার সালাতের রাকআত সংখ্যা চার চার করে।