জিজ্ঞাসা (১৮): ৪ রাকআত বিশিষ্ট সালাতের ১ম বৈঠক না করে ভুলে পুরাপুরি দাঁড়িয়ে গেলে করণীয় কী? [জাহাঙ্গীর আলম, মিরপুর-১০, ঢাকা-১২১৬]
জবাব: এ অবস্থায় ফিরে গিয়ে বসবে না; কেননা সে তাশাহুদের অবস্থা থেকে পূর্ণরূপে আলাদা হয়ে গেছে এবং পরবর্তী রুকনে চলে গিয়েছে। সুতরাং তার জন্য ফিরে যাওয়া মাকরূহ। ফিরে গেলেও নামায বাতিল হবে না। কেননা সে কোনো হারাম কিছু করেনি। সর্বাবস্থায় সে সালামের পূর্বে সাহু সিজদাহ করবে।
কতিপয় আলেম বলেছেন, ফিরে না গিয়ে তার জন্য নামায চালিয়ে যাওয়া ওয়াজিব। ছুটে যাওয়া ওয়াজিব তাশাহুদ পূরা করার জন্য সালামের পূর্বে তার উপর সাহু সিজদা করা আবশ্যক।