জিজ্ঞাসা (২০): রুকূ‘ পেলে কি রাকআত পাওয়া বলে গণ্য হবে? [দেলোয়ার হোসেন, জালাঙ্গি, ইন্ডিয়া]
জবাব: অধিকাংশ আলেমের মতে কোনো মুসাল্লি যদি মসজিদে গিয়ে ইমামকে রুকূ অবস্থায় পায়, তাহলে সে ইমামের সাথে রুকূ‘তে শমিল হবে। সে এটাকে রাকআত হিসেবে গণ্য করবে। এই রাকআতটা তাকে ইমামের সালামের পর দোহরাতে হবে না। কেননা আবূ বকর (রাঃ) যখন দৌড়িয়ে এসে কাতারের পিছনে একাকী রুকূ করে নামাযে দাঁড়িয়ে গেলেন এবং কাতারে শামিল হলেন তখন নবী (ﷺ) তাকে বলেছেন,
زَادَكَ اللهُ حِرْصًا وَلَا تَعُدْ.
“আল্লাহ তা‘আলা তোমার আগ্রহ আরো বৃদ্ধি করুন। তুমি আর কখনো এরূপ করো না” (সহীহুল বুখারী-কিতাবুল আযান, হা. ৭৮৩)। অর্থাৎ তাকে তিনি তাড়াহুড়া করে সালাতে আসতে নিষেধ করেছেন। ঐদিকে তিনি রুকূ‘ থেকে যেই রাকআতটা শুরু করেছিলেন, সেই রাকআতটা সালামের পরে পুনরায় পড়ার আদেশ দেননি। তাই প্রমাণিত হচ্ছে যে, রুকূ‘ পাওয়া গেলেই রাকআত পাওয়া গেছে বলে ধরে নিতে হবে। তবে মুহাদ্দিসগণ এই মাসআলায় ব্যতিক্রম বলেছেন। তাদের মতে রাকআতটা পুনরায় পড়তে হবে। কারণ এখানে একাধিক বিষয় ছুটে গেছে।