জিজ্ঞাসা (২৪): এক মাযহাবী ভাই আমাকে এই প্রশ্নটা করেছেন যে, ঈমাম মাহদী যদি কোনো মাযহাব না অনুসরণ করেন তাহলে কি তিনি হাদীস অনুসরণ করবেন? আর যদি মাযহাব বা হাদীস অনুসরণ না করেন তাহলে তিনি শুধু কুরআন অনুসরণ করবেন কিনা বা তিনি মূলত কি অনুসরণ করে থাকবেন দলিলসহ জানতে চায়। [রাশেদুজ্জামান রাজু, কেরাণীগঞ্জ, ঢাকা]
জবাব: ইমাম মাহদী সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। তিনি এবং ‘ঈসা (আঃ) আগমন করে দাজ্জালকে পরাজিত করে কঠোর শাস্তি হত্যা কার্যকর করবেন। তাঁরা কুরআন ও সুন্নাহ’র অনুসরণ করবেন (সহীহ মুসলিম-হা. ২২৫ ও ২৯৩৭)। ‘ঈসা (আঃ) মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)-এর অনুসরণে ইসলামী শাসন ক্বায়েম করবেন (সহীহুল বুখারী-হা. ৩৪৪৯ ও সহীহ মুসলিম-হা. ১৫৫)। এতদ্সত্ত্বেও একদল বক্রচিন্তার অধিকারী মানুষ কাল্পনিক ও বানোয়াট কথার অবতারণা করে সমাজে ফিত্নার সৃষ্টি করে। এসব মূলতঃ হাদীস অস্বীকারকারী ভণ্ডদের কাজ। কাজেই এসব বিভ্রান্তিমূলক কথা এবং অপপ্রচার হতে সাবধান থাকতে হবে। ওয়াল্লাহু আ‘লাম।