জিজ্ঞাসা (২৬): যাকাতের ব্যাপারে জানতে চাচ্ছি। আমার ওয়াইফ এবং মেয়ের মোট এক ভরি স্বর্ণ এবং দুই ভরি রুপা আছে। নগদ কোনো অর্থ নেই। এক্ষেত্রে আমার জন্য যাকাত ফরজ হয়েছে কিনা এবং যদি ফরজ হয়ে থাকে তাহলে উক্ত সম্পদের উপর কতটুকু যাকাত আসবে। বিস্তারিত জানাবেন মেহেরবাণী করে। [মো. সামিউল ইসলাম, মিরপুর, ঢাকা]
জবাব: যাকাত ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণের মাল থাকা আবশ্যক। এ পরিমাণকে যাকাতের নিসাব বলে। আপনার জিজ্ঞাসা মতে জানা যায় যে, আপনার স্ত্রী ও কন্যার ১ ভরি স্বর্ণ ও ২ ভরি রুপা আছে, নগদ কোনো অর্থ নেই। এমতাবস্থায় আপনার স্ত্রী-কন্যার উপর যাকাত ফরজ হয়নি। তাই আপনাকে বর্ণিত মালের যাকাত দিতে হবে না।