জিজ্ঞাসা (২৮): হাদীসের যেকোনো দু‘আ রুকূ‘ ও সিজদায় পড়া যাবে কি? যেমন-বিপদের দু‘আ, পিতা-মাতার জন্য দু‘আ, ঋণমুক্তির জন্য দু‘আ ও দুশ্চিন্তা দূর করার দু‘আ ইত্যাদি। [মো. ফয়সাল মাহবুব, চট্টগ্রাম]
জবাব: রুকূ‘ ও সিজদা সালাতের অন্যতম দু’টি রূকন। রাসূলুল্লাহ (সাঃ) রুকূ‘ অবস্থায় আল্লাহর বড়োত্ব বর্ণনামূলক বাক্য পড়তে বলেছেন। আর সিজদা অবস্থায় বেশি বেশি দু‘আ করতে নির্দেশ দিয়েছেন। তিনি (সাঃ) বলেন:
فأمَّا الرُّكُوْعُ فَعَظِّمُوْا فيه الرَّبَّ عزَّ وجلَّ، وأَمَّا السُّجُوْدُ فَاجْتَهِدُوْا فيْ الدُّعَاءِ.
“আর রুকূ‘তে তোমরা মহান ও মহিমাময় রবের বড়োত্ব বর্ণনা করো এবং সিজদায় গিয়ে বেশি বেশি দু‘আয় শ্রম দাও (সহীহ মুসলিম-হা. ৪৭৯)
সুতরাং সিজদা অবস্থায় হাদীসে বর্ণিত যে কোনো দু‘আ পাঠ করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ওয়াল্লাহু আ‘লাম।