জিজ্ঞাসা (২৯): সাদাক্বাতুল ফিতরা চালের পরিবর্তে সেমাই চিনি দেওয়া যাবে কি? [মারুফ, কেরানীগঞ্জ, ঢাকা]
জবাব: যাকাতুল ফিতর একটি মৌসুমী ফরজ যাকাত। আর আদায় করতে হবে রাসূল (সাঃ)-এর নির্দেশনা অনুযায়ী; নিজ খেয়াল-খুশি মতো আদায় করলে যাকাতুল ফিতর আদায় হবে না। কী দিয়ে যাকাতুল ফিতর দিতে হবে, তা হাদীসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। রাসূল (সাঃ) কয়েকটি খাদ্যপণ্যের নাম বলে খাদ্যদ্রব্যের বিষয়টি নির্দিষ্ট করেছেন। আর আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে চাল। কাজেই চাল দিয়ে ফিতরা দেয়া উচিত। ওয়াল্লাহু আ‘লাম।