জিজ্ঞাসা (৩০): জনৈক আলেম বলেছেন, দুই সিজদাহের মাঝে যে দু‘আ হাদীসে আসে, সেটা নাকি জাল হাদীস। উক্ত আলেমের বক্তব্য কি সঠিক? [সিয়াম শিকদার, চিতলমারী, বাগেরহাট]
জবাব: দুই সিজদার মাঝখানের দু‘আ কম-বেশি শব্দে একটি হাদীস বর্ণিত হয়েছে। এগুলো সমন্বিত ৭টি শব্দে বর্ণিত দু‘আ। আর তা হলো
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَاجْبُرْنِيْ، وَاهْدِنِيْ، وَارْزُقْنِيْ، وَعَافِنِيْ، وَارْفَعْنِيْ.
(সুনান আত্ তিরমিযী-হা. ২৮৪; সুনান আবূ দাঊদ-হা. ৮৫০; সুনান ইবনু মাজাহ-হা. ৮৮৮)।
পক্ষান্তরে ৫ শব্দে বর্ণিত দু‘আ হলো
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَاجْبُرْنِيْ، وَاهْدِنِيْ، وَارْزُقْنِيْ.
এটি একটি সহীহ দু‘আ (সুনান আত্ তিরমিযী-হা. ২৮৮, সহীহ)। সুতরাং হাদীসগুলো যাচাই ছাড়া জাল-য‘ঈফ বলা যাবে না। ওয়াল্লাহু আ‘লাম