জিজ্ঞাসা (৩৭): আসসালামু আলাইকুম যে ইমাম বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা সর্বত্র বিরাজমান তার পেছনে কি নামাজ হবে যদি না হয় তাহলে কি করনীয় ইনশাআল্লাহ জানাবেন জাযাকাল্লাহু খাইরান। [আব্দুর রাকিব, উত্তরা, ঢাকা]
জবাব: আল্লাহ তা‘আলা আরশের ওপরে নন, বরং তিনি স্ব-সত্ত্বায় সর্বত্র বিরাজমান, এমন বিশ্বাস কুফুরী। এ ধরনের ব্যক্তিকে নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে কুরআন সুন্নাহর আলোকে সঠিক বিষয়টি বুঝাতে হবে। এরপরও যদি ভ্রান্ত আকীদায় অটল থাকে এবং তার চেয়ে ভালো ইমাম পাওয়া যায়, তখন তার পিছনে সালাত আদায় বৈধ হবে না। ওয়াল্লাহু আলাম।