জিজ্ঞাসা (৩৮): আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি (ইমাম/মুয়াজ্জিন) সহবাস জনিত কারণে ফজরের ছালাতে আসতে না পারলে তিনি গুনাহগার হবেন কী? [আব্দুল্লাহ, কাদিরগঞ্জ, রাজশাহী]
জবাব: ইমাম বা মুক্তাদী যেই হোক না কেন, তার গোসল ফরয হলে অবশ্যই গোসল করে সালাত আদায় করবে। কখনও বিলম্ব হওয়ার কারণে জামাতে আসতে না পারলে তার ওজর গ্রহণযোগ্য হতে পারে। তবে কেউ যদি গোসলের অজুহাতে নিয়মিত সালাতে না আসে তাহলে এমনটা কখনও বৈধ হবে না। অবশ্যই গুণাহগার হবে। ওয়াল্লাহু আলাম।