জিজ্ঞাসা (৪০): আসসালামুআলাইকুম, আমি একজন ডিজিটাল মার্কেটার (ফ্রিল্যান্সার) এবং কাজ শিখতেছি , এখন আমি যখন কাজ করতে যাচ্ছি তখন মনে হচ্ছে যে আমার দ্বারা হয়তো কোন ভাবে পাপের কাজ হচ্ছে, তাই এখন ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরে কাজ করলে আমার পাপ হবে না???? [মো: মনিরুজ্জামান, সৈয়দপুর, নীলফামারী]
জবাব: আল্লাহ তা‘আলা বলেন,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
আর তোমরা পাপ ও বিদ্বেষের কাজে পরস্পরে সহযোগিতা দিও না।
সুতরাং ডিজিটাল মার্কেটিং অবৈধ ও হারাম পণ্য উৎপাদন ও পরিবেশনে যেসব কোম্পানি রয়েছে তাদের সহযোগিতা প্রদান হলে অবশ্যই গুনাহ হবে। অনুরূপ যেটা আপনি বুঝবেন শরীয়ত গর্হিত তাও পাপের কাজ হিসেবে বর্জন করবেন। ওয়াল্লাহ আলাম।