জিজ্ঞাসা (৪২): আমি আমার লেখাপড়া জীবনে হলের ডাইনিং ম্যানেজার থাকাকালীন সময়ে খাওয়ার যে টাকা ছিল তার থেকে কিছু পরিমাণ নিজের কাছে রেখে দেই। এখন বিষয়টা নিয়ে আমার মনে অনেক খারাপ লাগছে। কিন্তু ওই সময়ে হলে যারা ছিল তাদের অধিকাংশ এখন বর্তমান সময়ে নেই। তাই সকলকে সেই অল্প পরিমান টাকাটা ফিরিয়ে দেওয়া অসম্ভব কিছুটা। সে ক্ষেত্রে আমি টাকাটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। কিংবা আমি যদি সবার নামে টাকাটা দান করে দেই তাহলে কি পাপ মুক্তি হবে। [নাদিম, খুলনা]
জবাব: প্রথমতঃ আপনার উপর আবশ্যক হচ্ছে খাঁটি তাওবাহ্ করা। কেননা আপনি ডাইনিং এর টাকা পুরোটা খরচ না করে নিজের কাছে রেখে দিয়ে কবীরা গুনাহ করেছেন। যা থেকে তাওবাহ্ করা আবশ্যক। আর এতে যেহেতু অন্যের হক্ব নষ্ট করা হয়েছে, তাই মহান আল্লাহর কাছে তাওবাহ্ করে মানুষের হক্ব ফেরত দেয়া আবশ্যক। ফেরত দেয়া সম্ভব হওয়া সত্ত্বে যদি আপনি তা ফেরত না দেন, তাহলে মহান আল্লাহর কাছে তাওবাহ্ করেও ক্ষমা পাওয়া যাবে না বলে একাধিক সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। আর যদি হক্বদারকে তাদের হক্ব ফেরত দেয়া সম্ভব না হয়, তাহলে তাদের পক্ষ হতে এটা গরিব-মিসকীনদের সাদাক্বাহ্ করে দিতে হবে। আপনি যদি দরিদ্র হন এবং দারিদ্রের কারণে আপনার পক্ষে হক্ব পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে কোনো সমস্যা নেই। খাঁটি তাওবাহ্টাই যথেষ্ট হবে।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَاتَّقُوْا اللهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَأَطِيْعُوْا﴾
“তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো এবং তাঁর কথা শুনো ও আনুগত্য করো” (সূরা আত্ তাগাবুন : ১৬)। উপরোক্ত নির্দেশনা আলোকে দায়মুক্তির জন্য নিষ্ঠার সাথে কর্তব্য পালন করুন। তবেই এ অপরাধ থেকে মুক্তি পাবেন।