জিজ্ঞাসা (৪৩): ফরজ, সুন্নাত ও নফল সলাতের শেষ বৈঠক ও সিজদায় কি কুরআন ও হাদীসের দু‘আ পড়া যাবে? সিয়াম শিকদার, চিতলমারী, বাগেরহাট।
জবাব: রাসূল (সাঃ) রুকূ‘ ও সিজদায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন (দেখুন : সহীহ মুসলিম-হা. ৪৭৯)। তাই আলেমদের ঐক্যমতে রুকূ‘ সিজদায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ। কুরআনের যেসব আয়াত দু‘আ আকারে এসেছে, সেগুলো সিজদায় ও শেষ বৈঠকে পড়া যাবে। তবে সিজদায় যদি কুরআনুল কারীমে নাযিলকৃত দু‘আগুলো দু‘আর নিয়তে পড়ে, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন-কেউ যদি এভাবে পড়ে
﴿رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِيْ الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ﴾
কারণ, তখন দু‘আ করা উদ্দেশ্য হবে, তিলাওয়াত উদ্দেশ্য হবে না। রাসূল (সাঃ) বলেন,
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى.
“সমস্ত ‘আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। আর প্রত্যেক লোকের জন্য তাই রয়েছে, যার নিয়ত সে করে” (দেখুন: সহীহ মুসলিম-হা. ১৯০৭)।
অতএব কুরআন ও হাদীসে উল্লেখিত সুন্দর সুন্দর দু‘আগুলো সিজদায় ও সালাতের শেষাংশে পাঠ করা যাবে।