জিজ্ঞাসা (১৩) : ফুটবল / ক্রিকেট / অন্যান্য খেলা টিভিতে না দেখে মোবাইলে অনলাইনে আপডেট খবর রাখা জায়িয হবে কি? [জিমি আব্দুল্লাহ, সেক্টর-১২, উত্তরা, ঢাকা]
জবাব: মু’মিন-মুসলিমদের সময় অত্যাধিক মূল্যবান। তাই অহেতুক ও অনুপকারী কাজে এই মূল্যবান সময় নষ্ট করা ঠিক নয়। খেলা-ধুলা মোবাইলে দেখা হোক কিংবা টেলিভিশনে দেখা হোক কিংবা মাঠে গিয়ে দেখা হোক, সর্বাবস্থায় একই হুকুম। এটা মানুষকে মহান আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয় এবং সালাত থেকে বিরত রাখে ও অন্তরকে গাফেল করে ফেলে। এখানে শরীয়তের প্রকাশ্য বিরোধিতাও রয়েছে। যেমন-বেপর্দা নারীর প্রতি দৃষ্টি দান, পুরুষদের হাটু ও রান পর্যন্ত উন্মুক্ত স্থানের প্রতি দৃষ্ট দান ইত্যাদি। এগুলো সুস্পষ্ট পাপের কাজ।