জিজ্ঞাসা (২১): আমি সরকারের অংশীদারিত্বে পরিচালিত একটি সুদী ব্যাংকে চাকরি করি। দ্বীনী জ্ঞান অর্জিত হবার কারণে আমি এখন এই চাকরি ছেড়ে দেব বলে মনঃস্থির করেছি। চাকরি ছাড়ার পরে আমি উক্ত ব্যাংক থেকে পেনশন হিসেবে এককালীন কিছু টাকা পাব। আমার প্রশ্ন উক্ত টাকা ব্যবসায় বা কোনো ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে তা থেকে প্রাপ্য লভ্যাংশ হালাল হবে কি না? দয়া করে উত্তর প্রদান করলে কৃতার্থ থাকব। [সাজ্জাদ মাহমুদ, শ্রীমঙ্গল]
জবাব: ইসলামে সুদ হারাম (সূরা-আল বাক্বারাহ: ২৭৫)। যারা মনে করেন, সুদের মাধ্যমে লাভবান হওয়া যায়, তারা প্রকৃত রক্তচোষা জাতি। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَا آتَيْتُمْ مِّن رِّبًا لِّيَرْبُوَ فِيْ أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْ عِنْدَ الله﴾
“আল্লাহর কাছে সুদ কখনো বৃদ্ধি পায় না” (সূরা-আর রূম: ৩৯)। পক্ষান্তরে কর্যে হাসানাহ কিংবা যাকাত সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে। সুদী ব্যাংকে চাকরি করা বা কোনো প্রকার লেনদেন করা, যার মাধ্যমে মুনাফা অর্জিত হয় তা সবই হারাম (সহীহ মুসলিম-হা. ১৫৯৭)। আর যার মূলধন হারাম তার পুরো ব্যবসা হারাম। কাজেই সুদী টাকা ব্যবসায় খাটিয়ে লাভ খাওয়া হারাম। ওয়াল্লাহু আ‘লাম।