জিজ্ঞাসা (২১): আমি সরকারের অংশীদারিত্বে পরিচালিত একটি সুদী ব্যাংকে চাকরি করি। দ্বীনী জ্ঞান অর্জিত হবার কারণে আমি এখন এই চাকরি ছেড়ে দেব বলে মনঃস্থির করেছি। চাকরি ছাড়ার পরে আমি উক্ত ব্যাংক থেকে পেনশন হিসেবে এককালীন কিছু টাকা পাব। আমার প্রশ্ন উক্ত টাকা ব্যবসায় বা কোনো ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে তা থেকে প্রাপ্য লভ্যাংশ হালাল হবে কি না? দয়া করে উত্তর প্রদান করলে কৃতার্থ থাকব। [সাজ্জাদ মাহমুদ, শ্রীমঙ্গল]

You are here:
Go to Top