জিজ্ঞাসা (৪৬): অমুসলিম দেশে কাজের উদ্দেশ্যে যাওয়া কী জায়েজ? এবং এমন দেশে স্থায়ীভাবে বসবাসের বিধান কী? এবিষয়ে সৌদি ফাতাওয়া বোর্ডের অভিমত কী? [আবু বকর, ডেমরা, ঢাকা]
জবাব: ইসলাম ধর্ম হালালভাবে জীবিকা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এমনকি জীবিকা অর্জনের জন্য নিজ ঘর হতে বের হওয়ারও তাগিদ এসেছে। তবে এর জন্য অবশ্যই শরীয়তের সীমারেখা লংঘন করা যাবে না। তাই অমুসলিম দেশে ভ্রমণ করলে এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করলে যেহেতু শরীয়তের বিধিবিধান লংঘন হতে পারে, তাই সাধারণভাবে আলেমগণ জীবিকার জন্য অমুসলিম রাষ্ট্রে যাওয়া এবং স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেননি। কেননা এতে তাদের দ্বারা দ্বীনের ক্ষতি হতে পারে। রাসূল বলেন, ‘মুশরিকদের সাথে যে সকল মুসলমান বসবাস করে আমি তাদের দায়িত্ব হতে মুক্ত।