জিজ্ঞাসা (৪৭): আমি প্রায় সময় ঘর থেকে ওযূ করে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হই। সময় থাকলে দুখুলুল মসজিদের নামায পড়ি অন্যথায় নামায না পড়ে মসজিদে বসি না। আমার প্রশ্ন হলো যেহেতু আমি সদ্য ওযূ করেছি। উদাহরণস্বরূপ মাগরিবের তিন রাকআত ফরয নামায পড়ার সময় একই সাথে ১) মাগরিবের ফরয, ২) দুখুলুল মাসজিদ এবং ৩) তাহিয়্যাতুল ওযূর নিয়ত করতে পারবো কিনা? এভাবে অন্যান্য নামাযেও একই সাথে একাধিক ‘আমলের নিয়ত করলে সাওয়াব পাবো কিনা? [মোঃ আলাউদ্দিন হোসাইন, কুমিল্লা, বাংলাদেশ]

You are here:
Go to Top