জিজ্ঞাসা (৪৮): আমি ১০ বিঘা জমি একজন কৃষককে ধান চাষাবাদ করার জন্য দিয়েছে এক সিজনে ৩৭.৫ মন-এর বিনিময়ে। আমার ধান আনতে যাওয়ার অসুবিধার কারণে আমার ভাগেরটা তার মাধ্যমে বিক্রয় করে টাকা নিয়েছি। ফসল খারাপ হওয়াতে সে আমাকে টাকা কম দেয়, কিন্তু আমি তাকে কোনো প্রেশার দেই না, যদিও চুক্তি হয়েছিল ৩৭.৫ ধান দেওয়ার। আমার প্রশ্ন হলো আমি ফসলের উসর কিভাবে দিব? আমি কি টাকা দিয়ে দিতে পারব? [কাজী রায়হান আহমেদ, হবিগঞ্জ]

You are here:
Go to Top