জিজ্ঞাসা (৪৮): আমি ১০ বিঘা জমি একজন কৃষককে ধান চাষাবাদ করার জন্য দিয়েছে এক সিজনে ৩৭.৫ মন-এর বিনিময়ে। আমার ধান আনতে যাওয়ার অসুবিধার কারণে আমার ভাগেরটা তার মাধ্যমে বিক্রয় করে টাকা নিয়েছি। ফসল খারাপ হওয়াতে সে আমাকে টাকা কম দেয়, কিন্তু আমি তাকে কোনো প্রেশার দেই না, যদিও চুক্তি হয়েছিল ৩৭.৫ ধান দেওয়ার। আমার প্রশ্ন হলো আমি ফসলের উসর কিভাবে দিব? আমি কি টাকা দিয়ে দিতে পারব? [কাজী রায়হান আহমেদ, হবিগঞ্জ]
জবাব: এভাবে নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে চাষাবাদ করতে দেওয়া বৈধ নয়; কারণ হতে পারে অতটুকু ফলন হবে না, আর তাতে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। হ্যাঁ, আপনি টোটাল ফসল যা হবে তার একটি নির্ধারিত পরিমান, যেমন- তিন ভাগের এক ভাগ অথবা অর্ধেক নেওয়ার শর্তে চাষাবাদের জন্য দিতে পারেন। আর সে ক্ষেত্রে আপনি ধান না নিয়ে সেটার সমমূল্যে টাকাও নিতে পারেন। আর উশর কাকে দিতে হবে সেটা নিয়ে বিতর্ক আছে। কিছু আলেম বলেছেন, জমির মালিককে উশর দিতে হবে। আর অধিকাংশ আলেম বলেছেন : উশর চাষীকে আদায় করতে হবে। তবে আমার মতে, মোট ফসল থেকে উশর আদায়ের পর বাকি ফসল উভয়ের মাঝে চুক্তি অনুযায়ী ভাগ করবে। আল্লাহ তা‘আলা অধিক ভালো জানেন।