জিজ্ঞাসা (১২): আজকাল বিভিন্ন ধরনের ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- (ক) পুরুষ বা নারী পরস্পরকে বিপরীত লিঙ্গের বলে দাবি করা। (খ) হরমন প্রয়োগ বা অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করা। (গ) বিপরীতমুখী বেশভূষা ধারণ করে নিজেকে উপস্থাপন করা। এরূপ ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষদের ব্যাপারে ইসলামী শরীয়াতের হুকুম দলিলসহ জানিয়ে বাধিত করবেন। [ প্রশ্নকারী-আবু আব্দুল্লাহ আহমাদ, টাঙ্গাইল ]
জবাব: প্রশ্নে বর্ণিত পদ্ধতির মাধ্যমে ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করা ইসলামী শরীয়াতে বড় ধরনের অপরাধ। যা সম্পূর্ণ হারাম ও অভিশপ্ত কর্ম। হাদীসে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ (رَضِيَ اللهُ عَنْهُمَا) قَالَ : ্রلَعَنَ رَسُوْلُ اللهِ (ﷺ) المُتَشَبِّهِيْنَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ.
‘আব্দুল্লাহর ইবনু ‘আব্বাস (রাযি.) হতে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) মেয়েদের বেশ ধারণকারী পুরুষদের প্রতি এবং পুরুষের বেশ ধারণকারী নারীদের প্রতি লানত বর্ষণ করেছেন-(সহীহুল বুখারী- হা. ৫৮৮৫)। অন্য বর্ণনায় এসেছে-
لَعَنَ النَّبِيُّ (ﷺ) المُخَنَّثِيْنَ مِنَ الرِّجَالِ، وَالمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ.
নবী (সা.) পুরুষ হিজরাদের প্রতি এবং পুরুষের বেশধারী নারীদের প্রতি লানত করেছেন। (সহীহুল বুখারী- হা. ৫৮৮৬)
আল্লাহ তা‘আলার সৃষ্টি বিকৃতিমূলক এরূপ কর্ম মূলত জাতি ধ্বংসের কর্ম। এ জন্যই ইবলিসের প্রতিজ্ঞা ছিল আল্লাহ তা‘আলার সৃষ্টি বিকৃতির নির্দেশ প্রদানের মাধ্যমে মানবজাতিকে পথভ্রষ্ট করা, ক্ষতিগ্রস্থ করা।
আল্লাহ তা‘আলা ইবলিশের বিষয়টি উল্লেখ করে বলেন :
﴿لَعَنَهُ اللهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَفْرُوْضًا وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُوْنِ اللهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِيْنًا يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُوْرًا أُوْلَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُوْنَ عَنْهَا مَحِيْصًا﴾
“আল্লাহ তাকে অভিসম্পাত করেছেন; এবং শয়ত্বান বলেছিল, আমি অবশ্যই তোমার সেবকবৃন্দ হতে এক নির্দিষ্ট অংশ গ্রহণ করব এবং নিশ্চয়ই আমি তাদেরকে পথভ্রান্ত করব, তাদেরকে কু-মন্ত্রণা দিব এবং তাদেরকে আদেশ করব যেন তারা পশুর কর্ণ ছেদন করে এবং তাদেরকে আদেশ করব আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে। যে আল্লাহকে পরিত্যাগ করে শয়ত্বানকে বন্ধুরূপে গ্রহণ করে, নিশ্চয়ই সে প্রকাশ্য ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হবে। শয়ত্বান তাদেরকে প্রতিশ্রুতি দেয় ও আশ্বাস দান করে, কিন্তু শয়ত্বান প্রতারণা ব্যতীত তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করে না। তাদেরই বাসস্থান জাহান্নাম এবং সেখান হতে তারা পালাবার কোনো জায়গা পাবে না।” (সূরা আন্ নিসা : ১১৮-১২১)
আল্লাহ তা‘আলা কর্তৃক ইবলিশ অভিশপ্ত হওয়ায় ইবলিশ প্রতিজ্ঞা করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার কর্মসূচী বেছে নেয় যার অন্যতম হলো- সৃষ্টির বিকৃতি করা। আর ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করা হলো আল্লাহ তা‘আলার সৃষ্টি বিকৃতি করা। এটি অভিশপ্ত কর্ম, যার পরিণতি জাহান্নাম তাহাও আল্লাহ তা‘আলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। -ওয়াল্লাহু আ’লাম।