জিজ্ঞাসা (০৩): ফরয বা নফল সালাতের সালাম ফিরানোর পর সর্বপ্রথম ‘আল্লাহু আকবার’ না কি ‘আস্তাগফিরুল্লাহ’ তিনবার বলতে হবে? দলিলসহ জানাবেন।
জিজ্ঞাসা (০৩) : ফরয বা নফল সালাতের সালাম ফিরানোর পর সর্বপ্রথম ‘আল্লাহু আকবার’ না কি ‘আস্তাগফিরুল্লাহ’ তিনবার বলতে হবে? দলিলসহ জানাবেন। [ মো. সাইদুর রহমান, সাপাহার, নাওগাঁ ] জবাব: এ মাসআলায় দ্বিমত রয়েছে। সহীহুল বুখারী’র হাদীসে ‘তাকবীর’ শব্দটি সুস্পষ্ট থাকায় এক দল আলেম সালাম ফিরানোর পর প্রথমে ‘আাল্লাহু আকবার’ বলার পক্ষে অভিমত দিয়েছেন (সহীহুল বুখারী-হা.…