পাকিস্তানের শীর্ষ আলেম আল্লামা ইবতিসাম ইলাহী জহিরের আগমন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত
পাকিস্তানের বিশিষ্ট আহলে হাদীস আলেম আল্লামা ইবতিসাম ইলাহী জহিরের বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস উদ্যোগে শাকের পার্টি সেন্টারে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ই নভেম্বর ২০২৫ শনিবার বিকাল চারটায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা ইবতিসাম ইলাহী জহির, এছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দ এম. জুলফিকার, ফাতাওয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি শাইখ ড. ইবরাহীম বিন আব্দুল হালীম মাদানী, মাদারিস বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মাদ এহসান উল্লাহ, জনসংযোগ ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি মুহাম্মদ গোলাম রহমান, দফতর ব্যবস্থাপনা সেক্রেটারি চৌধুরী মমিনুল ইসলাম, সহযোগী সাংগঠনিক সেক্রেটারি শাইখ আব্দুল্লাহিল ওয়াহীদ মাদানী এবং দাওয়াহ বিষয়ক সহযোগী সেক্রেটারি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, কেন্দ্রীয় শুব্বানের সভাপতি শাইখ মো: আব্দুল্লাহীল হাদী, সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ জাকারিয়া নূর এবং ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তের সমাজসেবক ও জনকল্যাণ বিষয়ক সেক্রেটারি শাইখ ড. আহসানুল্লাহ বিন সানাউল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের আহলে হাদীস আন্দোলনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ বিভেদ ও ফিতনা থেকে দূরে থেকে জমঈয়তের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে দাওয়াহ ও ইলমি কাজে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে অতিথির প্রতি সম্মাননা প্রদান এবং দু’আর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।








