জিজ্ঞাসা (০৯) : আযানের সহীহ শুদ্ধ জবাব সম্পর্কে জানতে চাই। [ মো. রাশিদুল ইসলাম, কালিহাতি, টাঙ্গাইল ]
জবাব : আযানের জবাব দেওয়ার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাাহ (সাঃ) বলেন : “মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা তার মতো করে বল” (সহীহ মুসলিম- হা. ৩৮৪)। তবে ‘হাইয়্যা ‘আলাস সালাহ ও হাইয়্যা ‘আলাল ফালাহ” বাক্যদ্বয়ের জবাবে বলবে-লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ (সহীহুল বুখারী-হা. ৬১১ ও সহীহ মুসলিম-হা. ৩৮৩)। অতএব রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশনা মুতাবেক আযানের জবাব দেওয়াই বিশুদ্ধ জবাব। ওয়াল্লা-হু ‘আলাম।