জিজ্ঞাসা (২৩): কবর স্থানান্তর করা যাবে কি? যদি স্থানান্তর করা যায় তাহলে কি কবর থেকে লাশ তুলে আবার কবর দিতে জানাযা সালাত পড়তে হবে? [মো. হোসনে মোবারক, গাবতলী, বগুড়া]
জবাব: মুসলিম নর-নারী জীবিত অবস্থায় যেভাবে সম্মানি, ঠিক তেমনি মৃত্যুর পরও সম্মানি। এজন্য কোনো মুসলিমের ক্ববর সাধারণতঃ খোঁড়া বা স্থানান্তর করা জায়িয নয় (আন নাওবী ‘আল-মাজমূ‘আ’-৫/২৭৩)। কোনো ক্ববর অন্যের জায়গায় দেওয়া হলে জমির মালিক যদি তুলে নিতে বাধ্য করে কিংবা সমাজ ও জাতীয় বৃহত্তর স্বার্থে ক্ববরটি স্থানান্তর করার প্রয়োজনীয়তা দেখা দিলে একান্ত বাধ্যগতভাবে তা জায়িয (মাজমূ‘আ ফাতাওয়া-ইবনু তাইমিয়্যাহ্, ২৪/৩০৩)। ক্ববর খুঁড়ে মৃত দেহের অবশিষ্ট যে অংশটুকু পাওয়া যাবে, তা সসম্মানে মুসলিম ক্ববরস্থানে বা নিরাপদ কোনো জায়গায় তা কেবল দাফন করে দিতে হবে; নতুন করে আর জানাযার সালাতের প্রয়োজন নেই। ওয়াল্লাহু আ‘লাম।