জিজ্ঞাসা (২৫): সূর্যোদয়ের কত মিনিট পর এশরাকের ওয়াক্ত শুরু হয়? জানিয়ে বাধিত করবেন। [মো. শাকীল, পাগলা বাজার, নারায়ণগঞ্জ]
জবাব: সালাতুল ইশরাক অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত সালাত। এর ফাযীলত সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেন:
من صلى الفجر في جماعة، ثم قعَد يذكر الله حتى تطلُع الشمس، ثم صلى ركعتين، كانت له كأجر حجة وعمرة تامة، تامة، تامة”.
“যে ব্যক্তি ফজরের সালাত জামা‘আতের সাথে আদায় করলো, অতঃপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে মহান আল্লাহর যিকর করতে থাকলো এবং সূর্য ওঠার পর ২ রাকআত সালাত আদায় করলো, তার ‘আমলনামায় একটি পরিপূর্ণ হজ্জ ও ‘উমরাহ্’র নেকী থাকবে” (সহীহুত্ তারগীব ওয়াত্ তারহীব-হা. ৪৫৪; সহীহুল জামে‘-হা. ৬৩৪৬)।
এক্ষণে এ সালাতের ওয়াক্ত হচ্ছে সূর্য ওঠা নিশ্চিত হওয়া। আর তা হলো সূর্যোদয়ের ১৫ মিনিটি পর সালাত আদায় করে নেওয়া। কেননা রাসূলুল্লাহ (সাঃ) সূর্য স্পষ্ট হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন মর্মে একটি হাদীস রয়েছে। বেশি বিলম্ব করা উচিত নয়। ওয়াল্লাহু আ‘লাম।