জিজ্ঞাসা (৩২): আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর রাসূল (সাঃ) ঈদের ময়দানে সালাতের খুতবার পরে মুসল্লিদের নিকট হতে মহিলাদের নিকট হতে টাকা-পয়সা সাদাক্বাহ্ দান গ্রহণ করেছেন কিন্তু আমাদের দেশে ঈদের ময়দানে দান-খয়রাত টাকা-পয়সা খুতবার পূর্বে আদায় করা হয়। এটা সঠিক না ভুল দয়া করে উত্তর দিবেন? [মাসরুর আহমাদ, মালদহ, পশ্চিমবঙ্গ]
জবাব: আমাদের প্রতিটি ‘আমল রাসূলুল্লাহ (সাঃ)-এর তরিকা মুতাবেক হওয়া উচিত। নতুবা তা আল্লাহ কবুল করবে না; বরং বাতিল বলে গণ্য হবে। রাসূলুল্লাহ (সাঃ) প্রথমে ঈদের সালাত আদায় করতেন। অতঃপর মুসল্লিগণের দিকে ফিরে খুৎবাহ্ দিতেন। আর মানুষেরা কাতারবন্দি হয়ে বসে থাকতো, তারপর তিনি দান করার প্রতি উৎসাহ দিয়ে খুৎবাহ্ শুরু করতেন। কাজেই সালাতের আগে কোনো কালেকশন বা বক্তব্য কোনোটিই শরীয়তসম্মত না। ওয়াল্লাহু আ‘লাম।